সিসি নিউজ : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মম্মদ এরশাদের এপিএস পরিচয় দানকারী আশরাফুল ইসলামকে গ্রেফাতার করেছে র্যাব। রংপুর শহরের বিনোদপুর এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১৩ এর একটি দল তাকে আটক করে বৃহস্পতিবার রাতে লালমনিরহাট সদর থানায় সোপর্দ করে।
র্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত আশরাফুল ইসলাম বিভিন্ন সময়ে মোবাইলফোনে এরশাদের এপিএস পরিচয় দিয়ে রংপুর বিভাগীয় কমিশনার ও লালমনিরহাট জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তার মনোনীত লোকদের চাকরি প্রদান ও এনডিসি’র নিকট পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।
এ ঘটনায় জেলা প্রশাসক কার্যালয়ের নাজির শৈবাল কান্তি রায় বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি প্রতারণা ও চাঁদাবাজির মামলা দায়ের করে।
পরে বিষয়টি র্যাব-১৩ রংপুর কে অবহিত করলে অভিযান চালিয়ে রংপুর শহরের বিনোদপুর এলাকা থেকে তাকে আটক করে। আটককৃত আশরাফুলকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
আটককৃত আশরাফুল ইসলাম আদিতমারী উপজেলার বদিউজ্জামানের পুত্র। সে রংপুর শহরের বিনোদপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করত বলে তার পরিবার জানায়।