সিলেট: সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন।
নিহত মোখলেসুর রহমান দৌলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার বাড়ি উপজেলার নিজপাঠ ইউনিয়নের লামাপাড়া গ্রামে।
পুলিশ জানিয়েছ, বৃহস্পতিবার রাতে উপজেলা সদর থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি ফেরার পথে সিলেট-তামাবিল সড়কের নিজপাঠ প্রাথমিক বিদ্যালয়ের পাশে আহত হয়ে পড়ে ছিলেন আওয়ামী লীগ নেতা ও নিজপাঠ ইউনিয়েনে সাবেক চেয়ারম্যান মোখলেসুর। রাত ২টার দিকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জৈন্তাপুর মডেল থানার এসআই জয়ন্ত দাস জানান, ধারণা করা হচ্ছে দুর্ঘটনায় মোখলেসুর নিহত হয়েছেন।