• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১২:২১ অপরাহ্ন |
শিরোনাম :
উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ খানসামায় আটক ৫ জুয়াড়ির ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড 

নীলফামারীতে জমিজমা নিয়ে সংঘর্ষে আহত ৭

nilphamari Mapসিসি নিউজ: জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সৃষ্ট সংঘর্ষে নীলফামারী সদরের টুপামারী ইউনিয়নের সাতজন আহত হয়েছেন। শুক্রবার বিকেল তিনটায় ঐ ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের সবাইকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, টুপামারী মাজারের পাশ্বে ইউপি চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকিরের এক একর ৪২ শতাংশ জমি বর্গায় চাষ করে একই এলাকার চনে মামুদের ছেলে আফতার, আনোয়ার ও সাত্তার। ইতোমধ্যে ঐ জমিতে তারা আমন চারা রোপন করেন। ঘটনার দিন বিকেল তিনটার দিকে একই এলাকার আব্দুল গনির ছেলে নুর ইসলামের লোকজন ঐ জমির মালিকানা দাবি করে ঐ জমির দখল নিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে আফতাব (৩০), আনোয়ার হোসেন (৩৫), আব্দুস সাত্তার (৪৫), বাচ্ছাই (৩০), নুর ইসলাম (৬৫), একরামুল (৫৫) ও নজরুল ইসলাম (৩০) আহত হন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে ভর্তি করান। আহতদের মধ্যে আফতার ও আব্দুস সাত্তারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান জানান, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন পক্ষই মামলা দায়ের করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ