দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে সঠিকভাবে গবাদি পশুর চামড়া ছড়ানো ও সংরক্ষণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে শহরের চুড়িপট্টিস্থ সম্প্রীতি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ইকোনমিক গ্রোথ প্রোগ্রাম (বিইজিপি) এর অর্থায়নে ও বাংলাদেশ ফিনিশড্ লেদার, লেদারগুড এন্ড ফুটওয়্যার এক্সপোর্টারস এসোসিয়েশনের উদ্যোগে সঠিকভাবে গবাদি পশুর চামড়া ছড়ানো ও সংরক্ষণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের বিইজিপির প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব ড. মোঃ গোলাম ইয়াহিয়া।
দিনাজপুর রামনগর চামড়া ব্যবসায়ী মালিক গ্রুপের সভাপতি মোঃ তৈয়ব উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক ইমামগঞ্জ শাখার ডিজিএম মোঃ ফখরুল আলম, বিএফএলএলএফইএ’র কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান মজু, সদস্য মোঃ সাখাওয়াত হোসেন, দিনাজপুর চামড়া ব্যবসায়ী মালিক গ্রুপের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আবেদ আলী, সাধারণ সম্পাদক আকতার আজিজ। সেমিনারের প্রথম অধিবেশনে উপস্থাপনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজীর সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান সবুর আহমেদ। দ্বিতীয় অধিবেশরে উপস্থাপনা করেন ঢাকা হাজারিবাগের এশিয়ান লেদার কমপ্লেক্স লিমিটেড’র লেদার টেকনোলজিস্ট মোঃ মাসুকুর রহমান। মুক্ত আলোচনায় অংশ নেন বিএফএলএলএফই’র কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ সাখাওয়াত হোসেন প্রমূখ।