ঢাকা : ইসলামী ছাত্রীসংস্থার ২৪ নেত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
সোমবার এ মামলার চার্জ গঠনের দিন ধার্য থাকায় মহানগর হাকীম মো. আতাউল হকের আদালত এ অভিযোগ গঠন করেন।
অভিযোগ গঠনের সময় আজ আদালতে ২০ জন নেত্রী উপস্থিত ছিলেন। বাকি চারজন উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। পাশাপাশি আগামী ২৬ অক্টোবর এই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আদালত।
উল্লেখ্য, গত ১৮ জুন রাজধানীর খিলক্ষেত থানাধীন গোড়ান এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।