ঢাকা : দক্ষিণাঞ্চলের বরিশাল, খুলনা, মাদারিপুর, ফরিদপুর ও রাজবাড়ী জেলার মহাসড়কে অবৈধ নসিমন, করিমন, ভটভটি, মাহেন্দ্র এবং ইজিবাইক চলাচল বন্ধে ৭২ ঘন্টার মধ্যে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছন আদালত।
সোমবার জনস্বার্থে সালমা মাসুদ চৌধুরি ও বিচারপতি মো.খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন।
একই সঙ্গে ওই সব যানবাহন চলাচল বন্ধে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, যোগাযোগ সচিব, পুলিশের মহাপরিদর্শক, ডিআইজি হাইওয়ে, বিআরটিএর চেয়ারম্যান, সংশ্লিষ্ট জেলার প্রশাসক ও পুলিশ সুপারসহ ২০ জনকে উক্ত রুলের জবাব দিতে বলা হয়েছে।
ওই সকল যানবাহন চলাচল বন্ধে সরকারের পদক্ষেপসমূহ আগামী দুই সপ্তাহের মধ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদেরকে আদালতে প্রতিবেদন আকারে দাখিল করতে বলা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল।