সিসি নিউজ: চট্টগ্রামে একজন অতিরিক্ত জেলা জজের রহস্যজনক মৃত্যু হয়েছে।আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন। নিহতের নাম কাজী আবু সাঈদ (৪৭)। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। তিনি নওগাঁর অতিরিক্ত জেলা জজ হিসেবে কর্মরত ছিলেন।
এদিকে এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী, শাশুড়ি ও শ্যালককে আটক করেছে।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, মৃত্যুর আগে বিকালে তাকে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কিছুক্ষণ অবস্থান করার পর তার মৃত্যু ঘটে। পরে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে আবু সাঈদ এর স্ত্রী জানান, রাগের বশে তিনি আত্মহত্যা করার চেষ্টা করেছেন। চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে ৬টায় ওই জজের মৃত্যু হলে তার আত্মীয় স্বজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
তবে কি কারণে তিনি এমন পথ বেছে নিয়েছেন সেই বিষয়ে নিশ্চিত করতে পারেননি সঙ্গে আসা লোকজনেরা। আবু সাঈদের দীর্ঘদিন ধরে নগরীর হালিশহরের মোল্লাপাড়ায় শ্বশুড়ের বাড়ীতে থাকতেন। তার মাথায় একটি বড় দাগ দেখা গেছে। ধারণা করা হচ্ছে, শক্ত কিছু দিয়ে তাকে আঘাত করা হয়েছে।
হালিশহর থানার ওসি আবু শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।