রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আলতাফ হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় সাংবাদিকরা তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রতিবাদ জানানো হয়েছে। এক বিবৃতিতে ওই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। মঙ্গলবার রাজীবপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরী সভায় সাংবাদিকরা ওই দাবি জানায়।
রাজীবপুর প্রেসক্লাব সভাপতি কুদ্দুস বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,প্রেসক্লাব সাধারন সম্পাদক আতাউর রহমান (আমার দেশ), এসএম লুৎফর রহমান (মোহনা টেলিভিশন), নুরুল আমিন (ভোরের কাগজ), কামরুল আলম বাদল (আজকালের খবর), সহিজল ইসলাম (জনতা), আমিনুর রহমান (ভোরের ডাক) ও মতিউর রহমান (চারদিকে প্রতিদিন)।
উল্লেখ্য যে, সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে রাজীবপুর থানা মোড় চত্ত্বরে সাংবাদিক আলতাব হোসেনের ওপর সন্ত্রাসী হামলা হয়। এসময় সন্ত্রাসীরা বৈদ্যতিক তার দিয়ে এলোপাথারি ভাবে আঘাত করা হয় তাকে। সন্ত্রাসী হামলার শিকার ওই সাংবাদিক বর্তমানে রৌমারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।