সিসি নিউজ: নীলফামারীতে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বুধবার দুপুর ২ টার দিকে আসাদুল মিয়া (৩০) নামের এক রাজ মিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহত রাজমিস্ত্রি জেলার কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী কাচারীপাড়া গ্রামের মোজা মামুদের ছেলে । জানা যায়, রাজমিস্ত্রি আসাদুল একই গ্রামের আশরাফ আলীর ছেলে শাহাদাৎ হোসেনের বাড়ীতে ল্যাট্রিনের ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। এক পর্যায়ে সেখানে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়েছে।