সিসি নিউজ: আপিল বিভাগে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির দন্ড কমিয়ে আমৃত্যু জেল দেওয়ায় তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন।
বুধবার সকালে কারাগারে তাকে চিন্তিত দেখালেও দুপুরের পর তাকে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে। রায় নিয়ে তিনি অনেকের সঙ্গে আলাপও করেন। তিনি বলেন, জীবন নেয়া এবং দেয়ার মালিক একমাত্র আল্লাহ। তিনিই ঠিক করবেন কার কখন মৃত্যু হবে। তবে তখনো সাঈদীকে রায়ের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারী জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসির আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।