লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা প্রেসক্লাবকে একটি রঙ্গিন টেলিভিশন উপহার দিলেন উপজেলা পরিষদ চেয়ানম্যান লিয়াকত হোসেন বাচ্চু ।
উপজেলা পরিষদ চেয়ানম্যান তার নিজ কার্যালয়ে বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন ও সম্পাদক নুরল হকের নিকট টেলিভিশনটি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ানম্যান শামসুজ্জামান সেলিম, বড়খাতা ইউপি চেয়ারম্যান আবু হেনা মো: মোস্তফা জামাল সোহেল, হাতীবান্ধা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, প্রেসক্লাবের সহ-সভাপতি স্বপন কুমার দে, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান দুলাল ও বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ ।