সিসি নিউজ : রংপুর জেলার তাঁরাগঞ্জ থানার দোয়ালীপাড়ায় নিজ বাড়ির বিদ্যুৎ এর মেইন সুইজ ঠিক করতে গিয়ে শুক্রবার সন্ধ্যায় এক যুবকের মৃত্যু হয়েছে।
দোয়ালীপাড়ার মোঃ হাবিবর রহমানের পুত্র ছামিদুল রহমান (৩০) তার নিজ বাড়ির বিদ্যুৎ এর তার ঠিক করতে গিয়ে বিদ্যুৎ‘র মেইন সুইজে আটকে যায়। পরে বাড়ির লোকজন সেখান থেকে উদ্ধার করে রংপুর মেডিকেলে নিলে সেখানে মেডিকেলের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্য বলে ঘোষণা দেয়।