দিনাজপুর প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী ওলামালীগ দিনাজপুর জেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ সেপ্টেম্বর শনিবার দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আওয়ামী ওলামালীগ দিনাজপুর জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভায় সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি হাফেজ মাওলানা মোঃ শওকত আলী। পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফরিদুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার আলহাজ্ব মোঃ সাইদুর রহমান, বাংলাদেশ আওয়ামী ওলামালীগ কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ সাইফুৃল ইসলাম ও আওয়ামীলীগ নেতা মোঃ আমজাদ আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী ওলামালীগ দিনাজপুর জেলা শাখার নবগঠিত কমিটির সহ-সভাপতি মাওলানা মোঃ আব্দুল রহমান হামিদ, মাওলানা মোঃ আমিনুল ইসলাম, মাওলানা মোঃ আমির হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মোসলেম উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মোঃ পয়গাম আলী, হাফেজ মোঃ আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মুনসেফ আলী, মাওলানা মোঃ আনোয়ারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ মাহবুব। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শেখপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, আস্করপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ খতিব উদ্দীন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আমজাদ হোসেন, হাবিবুর রহমান প্রমুখ। পরিচিতি সভা শেষে দেশ, জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন জেলা ওলামালীগের সভাপতি হাফেজ মাওঃ মোঃ শওকত আলী।