• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
তাপপ্রবাহ নিয়ে ৭২ ঘণ্টার সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ

মানুষের চেয়ে ‘ওজনদার’ পিঁপড়া!

image_99408_0সিসি নিউজ ডেস্ক: মানুষ আর পিঁপড়ার ওজন সমান। কথাটা শুনে নিশ্চয় মনে হচ্ছে পাগলের প্রলাপ? সম্প্রতি এক টিভি চ্যানেলের অনুষ্ঠানে সঞ্চালকের মুখে এই মন্তব্য শুনে প্রথমে এমনই মনে করেছিলেন দর্শকরা। সঞ্চালক ক্রিস প্যাকহ্যাম জানান, ‘যদি পৃথিবীর সমস্ত পিঁপড়ার ওজন নেওয়া যায়, তাহলে তা বিশ্বের সমগ্র মানবজাতির ওজনের চেয়ে কম হবে না।’

কোন যুক্তিতে এমন মন্তব্য করলেন প্যাকহ্যাম?

আসলে কথাটা সঞ্চালক ধার করেছিলেন ১৯৯৪ সালে প্রকাশিত ‘জার্নি টু দ্য অ্যান্টস’ বই থেকে। লেখক হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এডওয়ার্ড ও উইলসন এবং জার্মান প্রাণীতত্ত্ববিদ বার্ট হোয়েলডবলার সেখানে এমনই দাবি জানান।

তত্ত্বের সপক্ষে প্রমাণ কী?

বৃটিশ পতঙ্গ বিশেষজ্ঞ সি বি উইলিয়ামস একদা গণনা করে জানিয়েছিলেন, সারা দুনিয়ায় যেকোনো সময় মোট পোকা-মাকড়ের সংখ্যা প্রায় ১০০০০০০০০০০০। উইলসন ও হোয়েলডবলারের যুক্তি, ‘এর মধ্যে এক শতাংশ পিঁপড়া। অর্থাৎ বিশ্বে জীবিত পিঁপড়ার সংখ্যা অন্তত ১০০০০০০০০০। প্রতিটি কর্মী পিঁপড়ার ওজন প্রজাতি বিশেষে সাধারণত ১-৫ মিলিগ্রাম হয়। যদি পৃথিবীর সমস্ত পিঁপড়ার একত্রিত ওজন নেওয়া যায়, তা হলে তা বিশ্বের মানবজাতির ওজনের সমান হবে।’

উইলসন ও হোয়েলডবলারের মতে, সাধারণত মানুষের ওজন একটি পিঁপড়ার চেয়ে ১০ লক্ষ গুণ হয়। অর্থাত্ গড়পরতা মানুষের ওজন ৬২ কিলোগ্রাম ধরা হলে গড়পরতা পিঁপড়ার ওজন ৬০ মিলিগ্রাম দাঁড়ায়।

কিন্তু পিঁপড়ার এত বেশি ওজন হয় কি?

সাসেক্স বিশ্ববিদ্যালয়ের পতঙ্গ বিশারদ অধ্যাপক ফ্রান্সিস র্যা টনিকস জানিয়েছেন, কিছু প্রজাতির পিঁপড়ার এমন ওজন হলেও সাধারণত পিঁপড়ারা ঢের হাল্কা হয়। বিশ্বে এ পর্যন্ত অন্তত ১৩,০০০ প্রজাতির পিঁপড়া আবিষ্কৃত হয়েছে। আকারে ও ওজনে তাদের মধ্যে পার্থক্য থাকলেও, গড় ওজন ১০ মিলিগ্রামের আশেপাশে হয় বলেই জানা গিয়েছে। তবে এটাও ঠিক, দুনিয়ায় পিঁপড়ার সঠিক সংখ্যা কোনোদিনই জানা সম্ভব নয়।

এই মুহূর্তে বিশ্বের মোট জনসংখ্যা প্রায় ৭২০ কোটি। ১৫ বছর বয়সের বেশি মানুষের মোট ওজন তাহলে ৩৩,২০০ কোটি কিলোগ্রামেরও বেশি। তুলনায় দুনিয়ার সমস্ত পিঁপড়াকে ওজন করলেও তা খুব বেশি হলে ৪০০০ কোটি কিলোগ্রাম হবে। অর্থাৎ উইলসন ও হোয়েলডবলারের তত্ত্ব ভুল।

কিন্তু র‌্যা টনিকসের বিশ্বাস, অতীতে এই তত্ত্ব নির্ভুল প্রমাণ করা সম্ভব ছিল। তার দাবি, ২০০০ বছর আগে পৃথিবীর মোট জনসংখ্যার চেয়ে ওজনে ভারি ছিল পিঁপড়ারা। তার যুক্তি, সেই সময় জনসংখ্যা কম থাকায় এবং দূষণ ও উষ্ণায়নের জেরে কীট-পতঙ্গের সংখ্যা হ্রাস না পাওয়ায় দাঁড়িপাল্লার বিচারে মানবজাতিকে হেসেখেলে টেক্কা দিত পিঁপড়ারা। – ওয়েবসাইট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ