সিসি নিউজ : আজ হিন্দু সম্প্রদায়ের শুভ মহালয়া। এদিন কৈলাশ থেকে মা দুর্গা পিতৃগৃহে আগমন করবেন। দেশের বিভিন্ন মন্দিরে দেবী দুর্গার আগমনী বার্তায় হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে উৎসবের আমেজ শুরু হয়েছে। দুর্গাপূজার বাজনা বেজে উঠেছে সারা দেশে।
দশভূজা শক্তিরূপী মা দুর্গা প্রতিটি মণ্ডপে অবস্থান করেছেন। সে লক্ষ্যে প্রতিটি মণ্ডপে আজ মঙ্গলবার ভোর থেকে চণ্ডীপাঠ আর অমাবশ্যায় হৃদয়ে নাচন তুলে ঢাকে পড়ছে কাঠি।
দেবী দুর্গার আগমনে বিভিন্ন মণ্ডপে ধুপের ধোঁয়ায় ঢাকা-ঢোলক, কাঁসর, মন্দিরের চারপাশে পুরোহিতের ভক্তিকণ্ঠে ‘যা দেবী সর্বভূতেষু মাতৃরুপেন সংস্থিতা-নমস্তৈস্য নমস্তৈস্য নমোঃ নমোঃ’ মন্ত্র উচ্চারণের ভেতর দিয়ে দূর কৈলাশ ছেড়ে মা দুর্গা পিতৃগৃহে আসবেন গজে (হাতি) বসে, আর যাবেন নৌকায়। অর্থাৎ ধরায় শস্য ভাণ্ডার ফসলে পরিপূর্ণ হয়ে উঠবে।
মহালয়ার অনুষ্ঠানের মধ্যদিয়ে দেবী দুর্গার আমগনে শুরু হবে ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। সারাদেশে ২৮ হাজার ৩৮৭টি আর ঢাকা মহানগরে ২১৬টি পূজা মণ্ডপে সকাল ৬টায় মহালয়ার ঘট স্থাপন ও সকাল ৯টায় বিশেষ পূজা অনুষ্ঠিত হয়েছে।
মহালয়ার আনুষ্ঠানিকতার শেষে সারাদেশে শারদীয় দুর্গোৎসব শুরু। ৩০ সেপ্টেম্বর প্রথমদিন পূজামণ্ডপে সকাল ১০টা ৫৯ মিনিটে ষষ্ঠ্যাদি কল্পালম্ভ, সায়ংকালে বেদীর বোধন (পঞ্জিকার লগ্ন অনুযায়ী প্রতিমা স্থাপনে বেদী প্রতিষ্ঠা), আমন্ত্রণ ও অধিবাস, সন্ধ্যায় ভক্তিমূলক সংগীত পরিবেশন করা হবে।