খেলাধুলা ডেস্ক: শ্রীলংকা ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক অধিনায়ক মারভান আতাপাত্তু। দীর্ঘ ১৫ বছর পর প্রথমবার স্থানীয় কাউকে দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিল শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
ছয় সপ্তাহের প্রক্রিয়া শেষে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করে আসা আতাপাত্তুকে স্থায়ীভাবে নিয়োগ দিল এসএলসির কোচ নির্বাচক কমিটি।
এসএলসির পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘সর্ব সম্মতিক্রমে মি. মারভান আতাপাত্তুকে শ্রীলংকা জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে এ নিয়োগ কার্যকর হবে।’ সূত্র: ওয়েবসাইট