আন্তর্জাতিক ডেস্ক: চীনা সেনার প্ররোচনামূলক আচরণে উত্তেজনা বাড়ছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায়। এমন পরিস্থিতিতে নয়া দিল্লিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি ইউচেংকে সমন পাঠাল ভারত।
দিল্লি বলছে, সীমান্তে আচরণ নিয়ে বারবার সতর্ক করা হলেও লাল ফৌজের মনোভাবের পরিবর্তন হয়নি। এর পরই নিজেদের ক্ষোভ উগরে দিতে রাষ্ট্রদূতকে ডেকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় তরফে নির্দেশিকা পাঠানো হয় চীনা দূতাবাসে। অবিলম্বে সেদেশের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হতে বলা হয়।
ভারত সরকারের সমন পাওয়ার পরে সন্ধ্যায় সাউথ ব্লকে এসে যুগ্মসচিব পর্যায়ের কর্মকর্তার সঙ্গে কথা বলেন চীনা রাষ্ট্রদূত লি ইউচেং। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ওপরে জোর দিয়েছেন তিনি।– ওয়েবসাইট।