সিসি নিউজ: নীলফামারীর ডোমার উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের বোতলগঞ্জ বাজার থেকে বুধবার রাতে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। আটককৃত ব্যক্তির নাম রাজপুত চন্দ্রভান সিং (৩৫)। সে ভারতের আহালাবাদ জেলার রামল থানার বিনোভাবায়ন নগর গ্রামের লালটা সিং এর পুত্র বলে জানা গেছে।
বিজিবি-৭ এর চিলাহাটি কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার নায়েক সুবাদার আব্দুস সামাদ জানান ভারতীয় ছিটমহল বালাপাড়ার পার্শ্ববতী চিলাহাটির কেতকীবাড়ী ইউনিয়নের বোতলগঞ্জ বাজারে রাতে সন্দেহভাজন ভাবে ওই ব্যক্তি চলাফেরা করলে এলাকাবাসির আমাদের খবর দেন। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদে সে ভারতীয় নাগরিক বলে জানা যায়। বৃহস্পতিবার সকালে তাকে ডোমার থানায় সোপর্দ্দ করা হয়েছে। এ ব্যাপারে বিজিবি’র পক্ষ থেকে ডোমার থানায় একটি মামলা করা হয়েছে।