নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: নাগেশ্বরীতে এক অজ্ঞাত যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার নাগেশ্বরী পৌর এলাকার বোয়ালেরডারায় পানিতে ওই যুবকের লাশ ভাসতে দেখে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ বিকেলে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত লাশটিকে কেউ শনাক্ত করতে পারিনি। পুলিশ লাশের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।