ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুরের ফুলবাড়ীতে আজ বৃহস্পতিবার বেলা ১২টায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১০০বোতল বিভিন্ন নামীয় যৌন উত্তেজক ড্রিংকস জব্দ করা হয়। এসময় যৌন উত্তেযোক ড্রিংকস বিক্রির দায়ে ফিজার(২৬) নামে এক বিক্রেতার ৫হাজার টাকা জরিমানা করা হয় ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মো. মুনিরুজ্জামান। জরিমানা প্রদানকারী যৌন উত্তেজক ড্রিংকস বিক্রেতা ফিজার বিরামপুর উপজেলার বিনাইল গ্রামের নজিরুদ্দিনের ছেলে। ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তাফা বলেন, ধৃত ফিজার দীর্ঘদিন থেকে অনুমতিবিহীন কোম্পানির তৈরি যৌন উত্তেযোক ড্রিংকস আমদানি করে বিভিন্ন দোকানে ফেরি করে বিক্রি করতেন। গত বুধবার রাত ৮টায় আটপুকুর হাট নামক স্থানে বিক্রির সময় পুলিশ ১০০বোতল যৌন উত্তেজক ড্রিংকস সহ তাকে আটক করে এবং গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে ভ্রাম্যমান আদালতের বিচারক উপরোক্ত জরিমানা প্রদান করেন। পরে জব্দকৃত যৌন উত্তেজক ড্রিংকসসমুহ জনসম্মুখে ধ্বংশ করা হয়।
তরুণীর আত্মহত্যা
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে এক অজ্ঞাত তরুণীর মৃত্যু ঘটেছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দিনাজপুর পুলিশ কন্ট্রোলরুম সূত্রে প্রকাশ, আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা থেকে পার্বতীপুরগামী রকেট মেইল ট্রেনের নিচে লাফ দিয়ে এক তরুণী দ্বিখন্ডিত হয়। তরুণী ঘটনাস্থলেই মৃত্যু হলে রেলওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে এবং বিকেলে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ময়না তদন্তের পর নিহত তরুণীর পরিচয় না পাওয়ায় তার লাশ মেডিকেল কলেজের হীমঘরে রাখা হয়েছে। নিহত তরুণীর পরনে সালোয়ার কামিজ ছিল। তার বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছর। পরিচয় জানার জন্য পুলিশের কন্ট্রোল রুম মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।