ঢাকা : বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত জনসমাবেশ যোগ দিতে আগামী শনিবার (২৭ সেপ্টেম্বর) জামালপুর যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুন শীর্ষ নিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামীকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেগম খালেদা জিয়া তার গুলশানের বাসভবন থেকে জামালপুরের উদ্দেশে রওনা দিয়ে যমুনা রিসোর্টে রাত্রিযাপন করার কথা রয়েছে। এরপর শনিবার বেলা ১১টার দিকে জামালপুরের জনসমাবেশের উদ্দেশে রওনা হয়ে জামালপুর সার্কিট হাউজে অবস্থান করবেন। পরে বিকেল ৪টার দিকে সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে।
জামালপুর জেলা স্কুল মাঠে ২০ দলীয় জোটের উদ্যোগে দুপুর ২টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশের সভাপতিত্ব করবেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।