নীলফামারী প্রতিনিধি: ‘স্থানীয় জনগণের উন্নয়নে পর্যটন’ এই প্রতিপাদ্য নিয়ে নীলফামারীতে আন্তর্জাতিক পর্যটন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নীলফামারী জেলা প্রশাসকের আয়োজেন শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ শেষে বড়বাজার সড়কের অবকাশ হোটেলের সামণে এক আলোচনা সভায় মিলিত হয়। অতিক্তি জেলা প্রশাসক (সার্বিক) এসএএম রফিকুন্নবীর সভাপতিত্বে আলোচন সভায় বক্তব্য রাখেন জোলা প্রশাসক মো. জাকীর হোসেন, পৌর সভা মেয়র দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সিনিয়র সহ-সভাপতি এস.এম শফিউল আলম ডাবূ, সাবেক উপ-সচিব একেএম আমিনুর রহমান পাটাশ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাবেত আলী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, জেলা ইউপি চেয়ারম্যান ফরামের সাধারণ সম্পাদক হাফিজুর রশীদ মঞ্জু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা আহবায়ক আহসান রহীম মঞ্জিল বক্তব্য রাখেন।