লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় ১৬ নং ভোটবারী ছিটমহলের সেলিনা বেগম(২৫) নামের এক গৃহবধুকে ধর্ষণের পর ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে।
শনিবার দিবাগত রাত অনুমান ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সেলিনা বেগম ভারতীয় কুচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার চ্যাংরাবান্ধার অধীন পাটগ্রামের অভ্যন্তরীন ১৬ নং ছিটমহলের বাসিন্দা গরু ব্যবসায়ী রুবেল হোসেনের স্ত্রী।
এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, শারীরিক অসুস্থ্যতার কারণে চিকিৎসার প্রয়োজনে সেলিনা বেগমের স্বামী রুবেল হোসেন শনিবার রংপুরে যান। তার বড় ছেলে সেলিম হোসেন (৬) ও শিমুল (৩) ঘরে কান্নাকাটি করছিল। আশপাশের লোকজন ঘরে প্রবেশ করে দেখেন সেলিনার বুকে ও পেটে ধারালো অস্ত্র দিয়ে খুচিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে খুনিরা পালিয়ে গেছে। এলাকাবাসীর ধারনা সেলিনা বেগমকে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। তবে সিদ কেটে খুনিরা ঘরে প্রবেশ করেছিল।
এদিকে রুবেল হোসেন শনিবার রাতেই ফিরে দেখেন স্ত্রী সেলিনা বেগমের লাশ ঘরে পরে আছে। এ ঘটনায় ওই ছিটমহলে স্থানীয় অধিবাসীদের মাধ্যে আতঙ্ক বিরাজ করছে।
পাটগ্রাম উপজেলার ১নং শ্রীরামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য সফিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের স্বামী রুবেল হোসেন রংপুরে যাওয়ার কথা জানিয়ে বলেন, ‘আমার ব্যক্তিগতভাবে কারো সাথে কিনো বিষয় নিয়ে বিরোধ নেই। এমন কি গরু ব্যবসায়ীদের সাথেও কোনো প্রকার লেনদেন নেই। কেন তাকে হত্যা করা হলো, কেই বা তাকে হত্যা করলো তা কিছুই বলতে পারছি না। তবে প্রথমে তাকে ধর্ষণ করা হয়েছে। এরপর ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে।’
এ ঘটনা পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ(ওসি) আমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে পুলিশ সুপার মহোদয়কে অবহিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ভারতীয় ছিটমহলের ভিতরে যেতে পারছি না। তবে মানবিক দিক বিবেচনা করে বিষয়টি গুরুত্বে সাথে আমরা দেখার চেষ্টা করছি।’