• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:০২ অপরাহ্ন |

ফ্রি ইন্টারনেট: পরীক্ষামূলকভাবে চালু করল ফেসবুক

image_100215_0প্রযুক্তি ডেস্ক : ফ্রি ইন্টারনেট পরিষেবার জন্য সৌরশক্তি দ্বারা চালিত ড্রোনের পরীক্ষামূলক ব্যবহার শুরু করল ফেসবুক৷ ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন অঞ্চলগুলোতে বোয়িং ৭৪৭ উড়োজাহাজের মতো দানবীয় ড্রোন ব্যবহারের কথা কয়েকদিন আগেই ঘোষণা করে ফেসবুক৷

বৃটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, নিউ ইয়র্কে অনুষ্ঠিত সোশাল গোল্ড সামিট ২০১৪-তে ড্রোন নিয়ে মানুষের কৌতুহল নিরসন করতে মুখ খোলেন প্রতিষ্ঠানটির কানেক্টিভিটি ল্যাবের পরিচালক ইয়েল ম্যাগুয়ার৷ ড্রোন প্রযুক্তি ব্যবহার করে ইন্টারনেটের এই প্রসারের মাধ্যমে বিশ্বব্যাপী তৈরি হবে ১৪ কোটি নতুন কর্মসংস্থান, দারিদ্র ঘুঁচবে ১৬ কোটি জনগণ৷সৌরশক্তির দ্বারা চালিত হবে এই ড্রোন৷

মুলত সমস্ত বিশ্বের মানুষগুলোকে ইন্টারনেটের আওতায় নিয়ে আসাই এই প্রকল্পের মূল লক্ষ্য৷মাগুয়ারের মন্তব্য অনুযায়ী, ড্রোনগুলির আকার হবে বোয়িং ৭৪৭ উড়োজাহাজের সমান৷ তবে ওজনে অনেক হালকা হবে এটি৷একটানা বেশ কয়েকমাস উড়তে পারবে এই ড্রোনগুলি৷ বর্তমানে কানেক্টিভিটি ল্যাবে যে পরীক্ষামূলক মডেলটি নিয়ে পরীক্ষা চলছে তার দৈর্ঘ ৭টি টয়েটো প্রিয়াস গাড়ির সমান৷সর্বক্ষণের এই ড্রোনগুলি ৬০ থেকে ৯০ হাজার ফিট উচ্চতায় উড়তে পারবে বলে জানিয়েছেন মাগুয়্যার৷ কানেক্টিভিটি ল্যাবের কাজ যে গতিতে এগোচ্ছে তাতে ২০১৫ সালেই পরীক্ষামূলক মডেলটি নিয়ে মাঠ-পর্যায়ের পরীক্ষা শুরু সম্ভব বলে জানিয়েছেন তিনি৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ