শাহ্ আলম, কুড়িগ্রাম: কোরবানীর ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে কুড়িগ্রামের কামার শিল্পীরা। হাতুরী, স্বাবল ও তপ্ত উনুনের পাশে দিন রাত কাজ করে মাংস কাটার সরনজামাদি তৈরি করেও বিক্রি নিয়ে হতাশায় রয়েছে তারা। উচ্চ মূল্যে কয়লা, লোহা কিনে ও ঘাম ঝড়িয়ে যে প্রত্যাশা নিয়ে সুরি, বটি, চাপাতিসহ কোরবানীর মাংস কাটার সরনজামাদি স্তুপ করেছিল কামাররা, ক্রেতা না থাকায় সে সবের বিক্রি ও পুজি উঠানো নিয়েই এখন সংশয় দেখা দিয়েছে তাদের মাঝে।
কুড়িগ্রামের ৯ উপজেলায় প্রায় শতাধিক কামার পরিবার খেয়ে না খেয়ে পৈতিক পেশা ধরে রেখেছে। সারা বছর অলস সময় পার করলেও কোরবানীর ঈদ আসলেই অধিক শ্রম দিয়ে বেশি আয়ের স্বপ্ন দেখে কামার পরিবার গুলো। কিন্ত কয়লা ও লোহার দাম বেশি হওয়ায় সেই স্বপ্ন ভেস্তে যেতে বসেছে। ছুরি, বটিসহ লোহার সরনজামাদি তৈরিরে ব্যায় বেশি হলেও উপযুক্ত মূল্যে কিনছেন না ক্রেতারা। ঈদ এগিয়ে আসলেও এখনও তৈরি সরনজামাদি অবিক্রিতই রয়ে গেছে।
কামার শিল্পীরা জানান, বাপ-দাদার পেশা ধরে রাখলেও চাহিদানুযায়ী সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। লোহা ও কয়লার দাম দফায় দফায় বৃদ্ধি পাওয়ায় তৈরি সামগ্রীর দামও বেড়ে যায়। কিন্তু তৈরি সরনজামাদি বেশি দামে কিনতে আগ্রহী নয় গ্রাহকরা।
কুড়িগ্রাম শহরের প্রেস ক্লাব এলাকার কামার শুশীল চন্দ্র জানান, ঈদ উপলক্ষে সামান্য বায়না পেলেও বায়না ছাড়াই লাভের আশায় আগাম কোরবানীর সরনজামাদি তৈরি করে মজুদ রাখা হচ্ছে। ঈদের আর মাত্র কয়েক দিন বাকী থাকলেও সে সবের বিক্রি নিয়ে চিন্তিত হয়ে পড়েছে আমরা।
পশুর হাট গুলোয় ঈদের আমেজ থাকলেও এখনও কামারদের দোকানে মানুষের পদ চারনা নেই বললেই চলে। তবে শেষ মুহুর্তে কোরবানীর মাংস কাটার সরনজামাদি কিনতে কামারদের কাছে ভিড় জমাবে মানুষ এমন আশায় বুক বেধে আছে কামার পরিবার গুলো।