খেলাধুলা ডেস্ক: জিম্বাবুয়ের বিরুদ্ধে আসন্ন সিরিজের জন্য টেস্ট ও ওয়ানডে ক্রিকেটের জন্য আলাদা অধিনায়ক করা হয়েছে।
টেস্ট দলের নেতৃত্বে বহাল থাকছেন মুশফিকুর রহীম। তার ডেপুটি করা হযেছে সাকিব আল হাসানকে।
আর ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে মাশরাফি মর্তুজাকে। তার ডেপুটি করা হয়েছে তামিম ইকবালকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)মঙ্গলবার এ সিদ্ধান্ত নিয়েছে।