ঢাকা : হযরত শাহ জালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ২৮টি স্বর্ণের বার (তিন কেজি) ও পাঁচ হাজার রিয়্যাল উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে এগুলো উদ্ধার করা হয়।
কাস্টমস কর্তৃপক্ষের সহকারী কমিশনার ফরিদ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সূত্রে জানা যায় জেদ্দা থেকে ছেড়ে আসা ইউনাইটেড এয়ার লাইন্সের একটি ফ্লাইটে স্বর্ণ আসছে। বিমানের একটি সিটের নিচ থেকে স্বর্ণ ও রিয়্যাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।