বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ধান ক্ষেত থেকে মোঃ সাজু (২২) নামের এক অটোরিক্সা চালকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মোঃ সাজু (২২) উপজেলার মরিচা ইউনিয়নের মাহতাবপুর গ্রামের নুর ইসলামের পুত্র।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বীরগঞ্জের পলাশবাড়ী ইউনিয়নের মদাতি গ্রামের হাড়ি পুকুর এলাকার এক ধান ক্ষেত হতে নিহতের লাশ উদ্ধার করা হয়।
নিহতের বাবা নুর ইসলাম জানায়, গত ৩০অক্টোবর এক হাজার টাকা অটোরিক্সা ভাড়ায় এক যাত্রীকে নিয়ে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে যাওয়ার পর থেকে অটো চালক সাজু নিখোঁজ হয়।
এ ব্যাপারে নিহতের পিতা গত শুক্রবার বীরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে।
পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোজাহার আলী জানান, এলাকাবাসী পচা গন্ধের উৎস খুঁজতে গিয়ে ধান ক্ষেতে গলিত মৃত দেহটি দেখতে পায়। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।
সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ বেলাল হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে দিমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।
বীরগঞ্জ থানার ওসি কে এম শওকত হোসেন (প্রশাসন) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, দুস্কৃতিকারীরা পরিকল্পিত ভাবে অটোরিক্সা ভাড়া নিয়ে চালক হত্যা করে অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়।