সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ শহরের সাহেবপাড়ার মাদক ব্যবসায়ী বেবিয়ার বাড়ী থেকে ফেন্সিডিল উদ্ধার করেছে। শনিবার সন্ধ্যায় ওই ব্যবসায়ীর বাড়ির অভ্যন্তরে মাটির গর্ত থেকে ৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানা ইনচার্জ ইসমাঈল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ মাদক ব্যবসায়ী বেবিয়ার বাড়ীতে অভিযান চালায়। এসময় পুলিশীর উপস্থিতিতি টের পেয়ে বাড়ীর লোকজন সটকে পড়ে। পরে পুরো বাড়ী তল্লাশী চালিয়ে মাটির গর্ত থেকে ওই পরিমান ফেন্সিডিল উদ্ধার করে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।