আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মঙ্গল গ্রহ অভিযানকে ব্যঙ্গ করে কার্টুন ছাপানোর পর তীব্র সমালোচনার মুখে ক্ষমতাধর মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস পাঠকদের কাছে ক্ষমা চেয়েছে।
কার্টুনে দেখা যাচ্ছে, গরুর দড়ি হাতে ভারতীয় এক কৃষক এলিট স্পেস ক্লাব নামে এক দরোজায় কড়া নাড়ছে।
গতমাসে ভারত সফলভাবে মঙ্গল গ্রহের কক্ষপথে মঙ্গলায়ন যান প্রেরণ করে।
নিউ ইয়র্ক টাইমসের সম্পাদক অ্যান্ড্রু রোজেনথাল এক ফেসবুক পোস্টে লিখেছেন, মহাকাশ অভিযান যে এখন শুধুমাত্র ধনী দেশগুলোর একক অধিকার নয় তা তুলে ধরাই ছিল ওই কার্টুনের মূল লক্ষ্য।
এই বক্তব্য তুলে ধরার জন্য যে কার্টুন ব্যবহার করা হয়েছে তা দেখে যেসব পাঠকের খারাপ লেগেছে তাদের প্রতি তিনি ক্ষমা প্রার্থনা করেন।
ভারতের মঙ্গল অভিযানে ব্যয় হয় মোট সাত কোটি ৪০ লক্ষ ডলার।
যেকোনো মহাশূন্য অভিযানের ইতিহাসে এত স্বল্প ব্যয় একটি রেকর্ড।– বিবিসি।