সিসি নিউজ: ভাষা সৈনিক আব্দুল মতিন আর নেই। আজ বুধবার সকাল ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গত ১৮ আগস্ট মস্তিষ্কে রক্তরণে গুরুতর অসুস্থ অবস্থায় আব্দুল মতিনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে নেয়া হয়। ২০ আগস্ট অস্ত্রোপচারের মাধ্যমে মস্তিষ্কের জমাটবাঁধা রক্ত অপসারণ করা হয়। তখন থেকে তার অবস্থা অপরিবর্তিত ছিল। গত শুক্রবার সকাল ৮টায় তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়।
৮৮ বছরের এ ভাষা সংগ্রামী ডায়াবেটিস, রিকারেন্স হার্নিয়া ও প্রস্টেট গ্ল্যান্ডসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।
আব্দুল মতিনের স্ত্রী গুলবদন নেসা জানান, তার স্বামীর লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালকে দেয়া হবে। এছাড়া তার চোখ দেয়া হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে।
তিনি আরো জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডা. ডা. হারুন অর রশিদের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আব্দুল মতিনকে সর্বসাধারণের শ্রদ্ধা জানানো ও জানাযাসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেবে।