রফিকুল ইসলাম, রাজারহাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাটে জমি-জমা কোন্দলের জের ধরে সংঘর্ষে আব্দুল মালেক (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। সংঘর্ষে ৫ ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউপি’র মওয়ামারী গ্রামে। ঘটনার সঙ্গে জড়িত ৪ ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউপি’র মওয়ামারী গ্রামের মৃত বজল উদ্দিনের পুত্র আব্দুল মালেক (৫০) এর সঙ্গে পার্শ্ববর্তী মতিয়ার রহমান গংদের দীর্ঘদিন ধরে বসতভিটার সীমানা নিয়ে কোন্দল চলে আসছিল। এরই সূত্র ধরে বুধবার মতিয়ার গংরা আব্দুল মালেকের উপর উপর্যুপরি হামলা চালায়। এতে ঘটনাস্থলে আব্দুল মালেক মারা যান। এ সময় সংঘর্ষে সাজেদা বেগম (২৮), আলম মিয়া (৩২), হাসেন আলী (৩১), রওশন (২২), হাছনা বেগম (২১)সহ ৫ ব্যক্তি আহত হয়। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মতিয়ার রহমান (৪৫), বিপুল (২২), রুবেল (১৯) ও বেবী (৩০) নামের ৪ ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রশিদ বলেন, নিহত ব্যক্তির লাশ থানায় নিয়ে আসা হয়েছে এবং ঘটনার অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে পুলিশ জানিয়েছে।