কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় রুপালী ব্যাংকের এক মহিলা কর্মকর্তা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো সাতজন।
বুধবার দুপুরে উলিপুরের হ্যালিপ্যাড এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে। নিহত রাজিয়া চিলমারী উপজেলা সদরের মুছা মিয়ার স্ত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার দুপুরে উলিপুর থেকে কুড়িগ্রাম যাওয়ার পথে হ্যালিপ্যাড এর সন্নিকটে একটি থ্রি হুইলার (জেএসএ) নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে কুড়িগ্রামে কর্মরত রুপালী ব্যাংক কুড়িগ্রাম শাখার কর্মকর্তা রাজিয়া সুলতানাসহ (২৭) আট যাত্রী আহত হন।
গুরুতর আহত রাজিয়া সুলতানাসহ আহতদের কুড়িগ্রাম সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক রাজিয়াকে মৃত ঘোষণা করেন।