কুড়িগ্রাম: বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের কুড়িগ্রামের নিজস্ব বাসভবনে জেলা বিএনপির দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রিজভীর বাসভবনে পুলিশি প্রহরা জোরদার করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ৮টায় জেলা শহরের সরদার পাড়ায় রিজভীর নিজস্ব বাসভবনে বিএনপির বিবদমান দু’গ্রুপের নেতাকর্মীরা ঈদের শুভেচ্ছা বিনিময় করতে যান। দলের সাংগাঠনিক বিষয় নিয়ে মতবিনিময়ের এক পর্যায়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানার গ্রুপের সাথে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিক গ্রুপের হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় রুহুল কবির রিজভী উভয় গ্রুপকে নিবৃত করার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় দুই গ্রুপের ১০ জন আহত হয়। এ সময় রুহুল কবির রিজভীর বাসভবনের আসবাবপত্রও ভাঙচুর করা হয়। এ ব্যাপারে রুহুল কবির রিজভী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বড় দলে এ ধরনের ঘটনা ঘটেই থাকে।