ঢাকা: সারা দেশ থেকে বুধবার সন্ধ্যায় আংশিক চন্দ্রগ্রহণ দেখা গেছে। আনুমানিক সন্ধ্যা ৫টা ৪৪ মিনিটে শুরু হয় গ্রহণ। সন্ধ্যা ছয়টা ২৫ মিনিটে প্রচ্ছায়া পর্যায় শেষ হয়।
কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে স্থাপিত অনুসন্ধিৎসু চক্রের ক্যাম্প থেকে জ্যোতির্বিজ্ঞান বিভাগের সভাপতি মো. শাহজাহান মৃধা বেনু জানান, ঢাকায় আংশিক মেঘ থাকা সত্ত্বেও সফলভাবে চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ করা হয়েছে।
তিনি আরো জানান, ঢাকার ক্যাম্প ছাড়াও ঠাকুরগাঁও, পঞ্চগড়, রাজশাহী, চাঁদপুর, বরগুনাসহ দেশের বিভিন্ন স্থান থেকে সফলভাবে চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ করা হয়।
চন্দ্রগ্রহণ চলাকালীন চাঁদকে অনেকটা তামাটে বা লালচে চাকতির মতো মনে হয়। অনুসন্ধিৎসু চক্রের প্রতিষ্ঠাতা সদস্য ড. দীপেন ভট্টাচার্য যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে পূর্ণ চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ করেন এবং ছবি তোলেন।
বাংলাদেশ থেকে পরবর্তী পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে ২০১৮ সালের ২৭ জুলাই।