• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:০৪ অপরাহ্ন |

দিনাজপুরে বিজিবি’র অভিযানে সোয়া ৩০ কোটি টাকার পণ্য আটক

Dinajpur mapদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) গত ৯ মাসে অভিযান চালিয়ে ৩০ কোটি ২০ লাখ ৭১ হাজার ৬২৬ টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় মাদকদ্রব্য ও মালামাল আটক করেছে। এ সময় মাদকদ্রব্য ও মালামাল পরিবহনের অভিযোগে ২৩ জনকে আটক করেছে।
দিনাজপুর ২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল খালিদ হাসান জানান, চলতি বছরের ১ জানুয়ারী থেকে ৩০  সেপ্টেম্বর পর্যন্ত দিনাজপুর ২ বিজিবি’র সদস্যরা সীমান্ত এলাকার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৩০ কোটি ২০ লাখ ৭১ হাজার ৬২৬ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল আটক করে। আটককৃত মালামালের মধ্যে ২ কোটি ৪১ লাখ ৫৪ টাকা মূল্যের ১০টি কষ্টি পাথরের মুর্তি, ১৯ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের ১৭টি কষ্টি পাথরের ভাঙ্গা টুকরা, ২৩ লাখ ৯০ হাজার ৬৪৫ টাকা মূল্যের ৬ হাজার ২৪৯ বোতল ভারতীয়  ফেন্সিডিল, ১ লাক ১৩ হাজার ৫২০ টাকা মূল্যের ১৩টি ভারতীয় বাইসাইকেল, ১৪ লাখ ৪৮ হাজার টাকা মূল্যের ১২টি ভারতীয় মোটরসাইকেল, ৮ লাখ ২৯ হাজার টাকা মূল্যের ৪১টি ভারতীয় গরু, ৬ লাখ টাকা মূল্যের ১টি ভারতীয় ট্রাক্টর, ৬৫ হাজার ৪৬০ টাকা মূল্যের ২২টি মোবাইল সেট ও সিম, ২২ হাজার ৬২০ টাকা মূল্যের ১৭  বোতল ভারতীয় বোতলজাত মদ, ৩ হাজার ২৯৫ টাকা মূল্যের ১.৪২০ কেজি গাজা, ১ লাখ ৯৭ হাজার ৮০০ টাকা মূল্যের ৯৮৯ পিস নেশা জাতীয় ইনজেকশন। এছাড়া ২ কোটি ২৩ লাখ ৩ হাজার টাকা মূল্যের ইমিটেশন সামগ্রীসহ সিরিঞ্জ, চোলাই মদ, ১টি অত্যাধুনিক পিস্তল, থ্রি-পিস, ১টি কার্তুজ, বাংলাদেশী টাকা, ভারতীয় রুপি ও বিভিন্ন প্রকার মালামাল।

দিনাজপুরে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দিনাজপুরে নানা আয়োজনে জাতীয় শ্রমিকলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ সব অঅয়োজনের মধ্যে ছিল আনন্দ র‌্যালি, আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ ইত্যাদি।
এ উপলক্ষে রোববার সকাল সাড়ে ১০টায় সিএসডি রোডস্থ দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্যর‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালিতে জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আমজাদ হোসেন, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম, শ্রমিক নেতা আব্দুল মান্নানসহ সকল ট্রেড ইউনিয়ন, সিবিএসহ জাতীয় শ্রমিকলীগের অর্ন্তগত বিভিন্ন সংগঠনের নেতাকর্মী অংশগ্রহন করেন। র‌্যালি শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা ও পৌর কমিটি নেতৃবন্দ বক্তব্য রাখেন।
এদিকে ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় শ্রমিকলীগ জেলা কার্যালয়ে রোববার সকাল ৭টায় সিএসডি রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ