খেলাধুলা ডেস্ক: সিঙ্গাপুরে আজ প্রীতি ফুটবল ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে জাপান। অন্যদিকে স্বাগতিক হংকংয়ের বিপক্ষে লড়াই করবে আর্জেন্টিনা।
ব্রাজিল-জাপানের ম্যাচটি বাংলাদেশ সময় আজ বিকাল ৪টা ৪৫ মিনিটে শুরু হবে। আর খেলাটি সরাসরি সম্প্রচার করবে টেন অ্যাকশন। হংকং ও আর্জেন্টিনার ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় রয়েছে (টেন স্পোর্টস সম্প্রচার করবে)।
অতীতে ব্রাজিল আর জাপান মুখোমুখি হয়েছে মোট ১০ বার। এর মধ্যে ব্রাজিল জিতেছে ৮ বার অন্য দুটি ম্যাচ অবশ্য হয়েছে ড্র।
অন্যদিকে র্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনা আজ গোলে ফিরতে চাইবে। র্যাংকিংয়ে হংকংয়ের অবস্থান ১৬৪তম। এমন দলের বিপক্ষে হেসে খেলে জিততে প্রস্তুত মেসি বাহিনী।