আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিন পাকিস্তানি চিকিৎসক প্রাণ হারিয়েছেন । সোমবার রাতে দেশটির ইলনয়েস রাজ্যের প্যালোস পাহাড়ের নিকটে এ দুর্ঘটনা ঘটে।
শিকাগো মিডওয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ডা. আলী কাঞ্চাওয়ালা ও তার স্ত্রী ডা. মারিয়া জাবেদ এবং ডা. তওফিকুর রহমান।
শিকাগোর পাকিস্তান কনস্যুল জেনারেল ফয়সাল তিরমিজি বলেন, ‘‘নিহতরা কেনাকাটা করতে শিকাগো গিয়েছিলেন, কেনাকাটা শেষে সন্ধ্যায় ফেরার পথে বিমানটি বিধ্বস্ত হয়।’’
কনস্যুলের পক্ষ থেকে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং তাদের প্রয়োজনীয় সব সহযোগিতা দেয়া হবে বলে জানান তিনি।
প্যালোস পাহাড়ি এলাকার সহকারি পুলিশ প্রধান জেমস বোয়ে বলেন, ‘‘ঘটনাস্থলে পৌঁছার আগেই যাত্রীরা নিহত হয়।’’
ফয়সাল তিরমিজি জানিয়েছেন, ‘‘নিহতদের লাশ দাফনের জন্য পাকিস্তানে পাঠানো হবে।’’