দিনাজপুর প্রতিনিধি: “নাইবা থাকুক চোখের দৃষ্টি, মনের আলোয় করব সৃষ্টি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরে বিভিন্ন আয়োজনে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের সহযোগিতায় বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমদ শামিম আল রাজী। র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শিশু একাডেমীতে গিয়ে শেষ হয়। র্যালি শেষে শিশু একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক স্টিফেন মুর্মু। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু রায়হান মিঞা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মাসতুরা বেগম, বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ ঢাকার নির্বাহী সদস্য মোঃ ছফর আলী ও দিশারী প্রতিবন্ধী সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মতিউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমাজসেবা রিসোর্স টিচার সৈয়দ আক্কাস আলী ও উত্তরণ প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ গোলাম রব্বানী। সঞ্চালনা করেন সমাজসেবা অফিসার আবুবক্কর সিদ্দিক।
অনুষ্ঠানে বাংলাদেশ বেকারত্ব দূরীকরণ সমিতি (বিবিডিএস) দিনাজপুর সংস্থার পক্ষ থেকে ৮টি ক্র্যাচ, সিডিসি কর্তৃক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার, ক্র্যাচ, মমতা পল্লী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে ৫ জন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সাদাছড়ি বিতরণ, ও কামটু সেভ সংস্থার পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে ক্র্যাচ ও সাদাছড়ি বিতরণ করা হয়।