লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রামে সেলিনা হত্যা মামলার প্রধান আসামি স্বামী রুবেলকে গ্রেফতার করেছে পাটগ্রাম থানা পুলিশ।
সেলিনার লাশ হস্তান্তরের তিন ঘণ্টা পর বুধবার বিকেলে ভোটবাড়ি ছিটমহলের পাশে অবস্থিত একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
সেলিনা নিহত হওয়ার ঘটনায় চাচা সমাজ উদ্দিন বাদী হয়ে ভারতের মেখলিগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। আর এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। গ্রেফতারকৃত রুবেলকে ভারতীয় মেখলিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে পাটগ্রাম থানা পুলিশ সূত্রে।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর দিবাগত রাত ২টার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী জিরো পয়েন্ট এলাকায় নিজ ঘরেই ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয় সেলিনা বেগমকে।