ঢাকা: ইসলাম নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে দায়ের করা একটি মামলায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনানের আদালত এ পরোয়ানা জারি করেন।
এর আগে গত ২ অক্টোবর আইনজীবী শাহ আলম একই আদালতে মামলাটি দায়ের করেন।
আদালত ওইদিন মামলা আমলে নিয়ে আসামি লতিফ সিদ্দিকীকে ১৫ অক্টোবর হাজির হতে সমন জারি করেন। সমন অনুযায়ী তিনি বুধবার আদালতে হাজির না হওয়ায় বাদী আদালতে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানান।
শুনানি শেষে আদালত ওই আবেদন মঞ্জুর করেন। একইসঙ্গে আগামী ২৩ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন।