• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন |

নওয়াজের বক্তব্যের লিখিত কপি তলব করেছে আদালত

image_102106_0আন্তর্জাতিক ডেস্ক: সংসদে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দেয়া বক্তব্যের লিখিত কপির জন্য সমন জারি করেছে দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। গত ২৯ আগস্ট সংসদের যৌথ অধিবেশনে দেয়া এই বক্তব্য চেয়ে বুধবার দেশটির আদালত এ সমন জারি করে।

দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণা করবার এক মামলার শুনানিতে বিচারপতি জাওদাদ এস খাওয়াজার নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় ঘোষণা করেন। দেশটির সাধারণ অধিবেশন আহ্বানে ব্যর্থ হওয়ায় নওয়াজের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন পাকিস্তান তেহরিকে ই ইনসাফের নেতা ইশাক খান খাওকানি, পাকিস্তান মুসলীম লিগ (পিএমএল-কিউ) সভাপতি চৌধুরী সুজাত হোসাইন এবং অ্যাডভোকেট গোহার সিন্ধু।

পিটিশনকারীরা তাদের আবেদনে বলেন, ‘‘নওয়াজ শরিফকে সংবিধানের আর্টিকেল ৬২ এর এফ ধারায় অযোগ্য ঘোষণা করা দরকার। তিনি সংসদের যৌথ অধিবেশনে পাকিস্তান তেহরিক ই ইনসাফ ও পাকিস্তান আওয়ামী তেহরিক এর অবস্থান বিক্ষোভ থামাতে সেনাবাহিনী নিয়ে সংসদে মিথ্যা তথ্য দিয়েছেন।’’

কাওকানি এবং সুজাত বলেন, ‘‘প্রধানমন্ত্রী ২৯ আগস্ট সংসদে বলেছিলেন, সরকার, পিটিআই এবং পিএটি এর মধ্যকার সংকট নিরসনে মধ্যস্থতা করার জন্য তিনি সেনাবাহিনী প্রধান রাহেল শরীফকে আহ্বান জানিয়েছেন।’’

এদিকে দেশটির আদালত বলেছেন, ‘‘সংসদের দেয়া যেকোনো বক্তব্য রাষ্ট্রের সম্পদ। এটি জনগণের কাছে প্রকাশ হওয়া উচিত।’’-ডন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ