সিসি ডেস্ক: মাঠে চলছে আমেরিকান ন্যাশনাল ফুটবল লিগের (এনবিএল) খেলা। মুখোমুখি ওয়াশিংটন রেডস্কিনস ও অ্যারিজোনা কার্ডিনালস। সারা স্টেডিয়াম জুড়ে টানটান উত্তেজনা। দর্শকদের মাতিয়ে রাখতে সাইডলাইনে নাচছেন চিয়ারলিডাররা। মাঠে উপস্থিত দর্শকরা মনোযোগ দিয়ে দেখছেন দুই দলের খেলা আর চিয়ারলিডারদের মনোমুদ্ধকর নাচ।
তবে এসব কিছুতে কোনো ভ্রুক্ষেপেই নেই বিমান বাহিনীর এক ক্যাপ্টেনের। এরিক স্টার্ব নামের এই এয়ারম্যান তখন মরিয়া হয়ে পথ খুঁজছেন কার্ডিনালসের চিয়ারলিডারদের সামনে পৌঁছানোর জন্য। কারণ সেখানেই চিয়ারলিডিং করছে তারই প্রিয়তমা ক্লেয়ার থর্টন। দীর্ঘদিন থেকে ক্লেয়ারকে ভালবাসেন এরিক।এবার তাকে বিয়ে করে সংসারী হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন বিমান বাহিনীর এই ক্যাপ্টেন। কিন্তু একা চাইলেই তো আর হবে না, এতে ক্লেয়ারের সম্মতিও লাগবে।
পাশ্চাত্যের রীতি অনুযায়ী আবার এই সম্মতি নিতে হয় বিশেষ কায়দায়। এরিক দৃঢ় সংকল্প করেছেন- যে ভাবেই হোক আজই ক্লেয়ারের সম্মতিটা আদায় করে ফেলবেন। আর দেরি করা যাবে না।যেই কথা সেই কাজ।দেরি না করে শেষ পর্যন্ত কার্ডিনালসের চিয়ারলিডার কাছে পৌঁছান তিনি। হাঁটু গেড়ে বিশেষ কায়দায় প্রিয়তমাকে বিয়ের প্রস্তাব দেন।প্রিয়তমাও সাদরে তার প্রস্তাবটি গ্রহণ করেন। এরিককে ‘ইয়েস’ বলে তার সম্মতির কথা জানান ক্লেয়ার। সফলতার আনন্দে মাঠেই তারা একে অন্যকে জড়িয়ে ধরেন।পরে উপস্থিত অন্যরা তাদের আন্তরিক অভিনন্দন জানান।এতে অবশ্য ম্যাচে খানিকটা বিঘ্ন ঘটে। কিন্তু ক্লেয়ার-এরিকের এমন আনন্দের মুহূর্তের কারণে কোনো দর্শক মনে কিছু করেনি।তারাও উপভোগ করেন তাদের এই মুহূর্তটাকে।