বিনোদন ডেস্ক: খ্যাতিমান কন্ঠশিল্পী রুনা লায়লা কানাডার মন্ট্রিল মাতিয়ে গেলেন। স্পার্ক ম্যনেজমেন্ট-এর উদ্যোগে ‘লাসল’ জমজমাট অডিটোরিয়ামে আবারো প্রমাণ করলেন- রুনা লায়লার বিকল্প রুনা লায়লাই।
রাত পৌনে নয়টায় মঞ্চে উঠে গাইলেন একের পর এক তার বিখ্যাত গানগুলো: এই বৃষ্টি ভেজা রাতে চলে যেওনা, সাধের লাউ বানাইলো মোরে, শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো, ইস্টিশনের রেল গাড়িটাসহ আরও জনপ্রিয় বাংলাগান, হিন্দিও। সেইসঙ্গে গাইলেন গজল ‘রাঞ্জিশ হি সাহি’।
অনুষ্ঠানে স্থানীয় শিল্পী ছাড়াও অতিথী শিল্পীদের মাঝে যার পারফরমেন্স চোখে পড়ার মতো ছিল, তিনি হলেন ‘ইণ্ডিয়ান আইডলের অন্যতম কন্টেসটেন্ট’ শিল্পী নিলেশ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- তপন চৌধুরী, ফুয়াদ নাসের বাবু, এবং বংশীবাদক মুনিরুজ্জামান।