ডোমার (নীলফামারী) প্রতিনিধি: ডোমারে গাছকাটা নিয়ে সংঘর্ষে উভয়পক্ষের ১৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে আট জনকে উপজেলা হাপাতালে ও দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার সকালে উপজেলার সোনারায় ইউনিয়নে সবুজ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, গ্রামের আবুল কাশেমের বাড়ির একটি গাছ পাশের হরিণচড়া গ্রামের মোস্তাকিনের পুত্র জনি নিজের জমির ওপর দাবি করে গাছটি কাটতে থাকে। এ সময় আবুল কাশেম বাধা দিলে সংঘর্ষ বাধে।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আবুল কাশেম (৪৬) ও আবু হানিফা শাহিন (৪২) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডোমার হাসপাতালে ভর্তি করা হয়েছে মোস্তাকিন (৪৫), ফরিদা রহমান খালেদা (৪০), মোস্তফিজুর রহমান খেজুর ( ৩৫), জনি ( ২৫), নুরী বেগম (৩০), আবুল মনোয়ারা বেগম (৪০), মনোয়ার হোসেন (২২) ও আনোয়ার হোসেনকে (৩০) ।