ঢাকা : অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ায় র্যাবের গুলিতে পা হারানো লিমোনকে অভিনন্দন জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী।
শুক্রবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ অভিনন্দন জানান।
লিমনের বিরুদ্ধে র্যাবের মামলা প্রত্যাহারকে সঠিক উল্লেখ করে তিনি বলেন, এটা আগে করা উচিত ছিল। এ ধরনের ঘটনা রোধে ভবিষ্যতে র্যাবকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ভবিষ্যতে এ ধরণের ঘটনা যেন আর না ঘটে সে ব্যাপারে সরকারকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে।
তিনি আরো বলেন, নিরীহ মানুষকে অন্যায়ভাবে গ্রেফতার করা এবং তাদের উপর অমানুষিক শারীরিক নির্যাতন করা নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। এতে সাধারণ মানুষের জীবন পঙ্গু হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। স্বাধীন নাগরিকদের জন্য এটা আশঙ্কায় পরিণত হয়েছে।
তিনি রাজনৈতিক দল এবং সুশীল সমাজকে এ ব্যাপারে জাগ্রত হওয়ার আহ্বান জানান।
নিরীহ মানুষ থেকে মুক্তিপণ হিসেবে লাখ লাখ টাকা আদায় বন্ধ করা আমাদের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।