বিনোদন ডেস্ক : নানা কারণে খবরের শিরোনাম হয়েছেন বলিউড তারকা সানি লিওন। তবে এবার খবরের শিরোনাম হয়েছেন অন্য কারণে। সম্প্রতি এক টিভি রিয়েলিটি শোতে এক প্রতিযোগীর ছুড়ে দেওয়া গয়নার বাক্সের আঘাতে আহত হয়েছেন এ অভিনেত্রী। এতে ঘটনাক্রমে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি।
ভারতীয় টিভি চ্যানেল এমটিভির শো স্প্লিটসভিলাতে সহ-উপস্থাপক এবং প্রতিযোগীদের পরামর্শদাতা হিসেবে কাজ করেন সানি। সেই অনুষ্ঠানের শ্রাবণ রেড্ডি নামক এক প্রতিযোগীর দ্বারা এ শারীরিক আঘাতের শিকার হয়েছেন তিনি।
ভারতীয় দৈনিক পত্রিকা টাইমস অব ইন্ডিয়ার সূত্রে জানা যায়, স্প্লিলিটসভিলা অনুষ্ঠানের প্রতিযোগী শ্রাবণ রেড্ডি একটি রাজস্থানি জুয়েলারি বক্স এ অনুষ্ঠানে তার সহশিল্পীর দিকে ছুড়ে দেন। কিন্তু সেটা তার সহশিল্পীর শরীরে না লেগে সানি লিওনের শরীরে লাগে।
এ ঘটনায় সানি খুবই মর্মাহত হয়েছেন বলে জানা যায়। ওই প্রতিযোগীকে নানাভাবে গালিগালাজও করেছেন এ অভিনেত্রী। শ্রাবণ রেড্ডি অবশ্য তার কাজের জন্য পরে মাফ চেয়েছেন। কিন্তু তাতে মন গলেনি জিসম টু খ্যাত সানি লিওনের।