নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: নাগেশ্বরীতে শিক্ষকদের অনিয়মের প্রতিবাদে বিদ্যালয়ে তালা দিয়েছে অভিভাবক ও এলাকাবাসী। সহকারি শিক্ষা কর্মকর্তার সুষ্ঠু বিচারের আশ্বাসেও উত্তেজনা থামেনি। পৌর এলাকার কুটি বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দীর্ঘদিন থেকে বিদ্যালয়ে সময়মত উপস্থিত হন না । বৃহস্পতিবার ১২ টায় ও অন্যান্য দিন দুপুর ২টায় ছুটি দেন ওই প্রতিষ্ঠানটি। এছাড়াও নিয়মিত পাঠদান না করিয়ে শিক্ষার্থীদের দিয়ে তাদের ব্যাক্তিগত ও পারিবারিক কাজ করান। অভিভাবক ও এলাকাবাসী জাহেদুল ইসলাম, আব্দুল হাকিম, আব্দুল কাদের, মহসিন আলী, জহির উদ্দিনসহ অনেক জানান এর প্রতিবাদ করলেও শিক্ষকরা তা কর্ণপাত করেননি। তাদের স্বেচ্ছাচারিতায় অনেক অভিভাবক সন্তানদের সরিয়ে নিয়েছেন। এ বিষয়ে একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেও কোন ফলাফল না পেয়ে অভিভাবক ও এলাকাবাসী শিক্ষার্থীদের ক্লাস থেকে বের করে দিয়ে বিদ্যালয়ে তালা দেয়। প্রধান শিক্ষক হোসনে আরা বেগম অভিযোগ অস্বীকার করে বলেন দপ্তরি কাম প্রহরী নিয়োগ বঞ্চিতরা তাদের লোকজন দিয়ে পরীক্ষা চলাকালীন সময় শিক্ষার্থীদের বের করে দিয়ে বিদ্যালয়ে তালা দিয়েছেন। এলাকাবাসি আরো জানান অত্র বিদ্যালয়ে একজন শিক্ষক ও ৬জন শিক্ষিকা থাকায় এমনটি ঘটেছে। সহকারি শিক্ষা কর্মকর্তা মোকছেদুর রহমান বলেন অভিভাবক ও এলাকাবাসীর সাথে শিক্ষকদের ভূল বোঝাবুঝির কারনে এ অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। তিনি সুষ্ঠু বিচারের আশ্বাস দেন।