
সাভার : শিল্পাঞ্চল আশুলিয়ার পূর্ব সদরপুর এলাকার সামিয়া গার্মেন্টস লিমিটেড নামের তৈরি পোশাক কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ১৮ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাত ৯টায় আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এসব কথা জানিয়েছেন সাভার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়- সাভার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখের নেতৃত্বে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ওসি মীর শাহীন শাহ পারভেজ ও আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম সরকারের তত্ত্বাবধানে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এ এফ সায়েদ, সওগাতুল আলম, মোফাজ্জল হোসেন, শফিকুল আলম, শহীদুল ইসলাম মোল্লা, জাকারিয়া হোসেন, মো. মোমিনুল হক, নুর মোহাম্মদসহ পুলিশের কয়েকটি দল একযোগে শনিবার দিনব্যাপী আশুলিয়ার জামগড়া, গাজীপুরের কালিয়াকৈর, ময়মনসিংহের ভালুকা ও রাজধানীর কামড়াঙ্গিচর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন।
আটকৃতরা হলো- ময়মনসিংহের মিজান (৪৫), সাইদুল (৩০), গাজীপুরের মাহাবুব (৪২), নরসিংদীর সাইফুল (৩৮), ঝালকাঠির রিপন (৩২), রাজধানী ঢাকার সামাদ (৫০), নাজমুল আলম (২৫), টাঙ্গাইলের জামাল (৪৫), সুরুজ (২৮), খলিল (২৮), গাফ্ফার (২৮), খোকন (২০), হানিফ (২৫), বাদল (২৬), রঞ্জু মিয়া (২৮), আজীম (২৫), চাঁদপুরের মাসুদ রানা (৩৫), মুন্সিগঞ্জের রেদোয়ান (৩০)।
এদের মধ্যে মিজান ও মাহাবুব এর আগেও আশুলিয়া থানার অন্য একটি ডাকাতি মামলায় জেলখাটা আসামি বলে জানিয়েছে পুলিশ।
এ সময় তিনি আরও জানান, প্রাথমিকভাবে ডাকাতির কাজের সঙ্গে কারখানার কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এছাড়া তদন্তে যদি অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া যায় তাদেরকেও গ্রেফতার করা হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার গভীর রাতে আশুলিয়ার পূর্ব সদরপুর এলাকার সামিয়া গার্মেন্টস লিমিটেড নামক তৈরি পোশাক কারখানার মূল ফটকের দেওয়াল টপকিয়ে ৫০-৬০ জনের একদল ডাকাত অস্ত্রশস্ত্র নিয়ে ভেতরে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদেরকে অস্ত্র ঠেকিয়ে হাত-পা বেঁধে রেখে প্রায় দুই কোটি টাকার মালামাল লুটে নেয় । এ ঘটনায় কারখানার মালিক বাদী হয়ে আশুলিয়া থানায় একটি ডাকাতি মামলা (নং-৫৫/১২/১৪) দায়ের করেন ।