আকতার হোসেন বকুল, হিলি : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জয়পুরহাট ৩ ব্যাটালিয়নের অধিনে আটাপাড়া বিশেষ ক্যাম্পের সদস্যরা পাঁচবিবি উপজেলার পাকুড়িয়া মাঠ থেকে ভারতীয় অবৈধ১ লক্ষ ৬০ হাজার পিচ ক্লোফিমোল ব্যথানাশক ট্যাবলেট, ১৮২ বোতল ফেন্সিডিল,চোরাচালানী পণ্য পরিবহনের কাজে ব্যবহিত ৪টি বাইসাইকেল আটক করা হয়েছে। আটককৃত চোরাচালানী মালগুলোর আনুমানিক মুল্য প্রায় অর্ধ কোটি টাকা।
বিজিবি’র আটাপাড়া ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নায়েক সুবেদার আব্দুল করিম জানান, গত ২ দিনে সীমান্তের বিভিন্ন স্থান থেকে ক্যাম্পের টহল দলের নায়েক মোঃ মিজানুর রহমান সহ সঙ্গীয় সদস্যরা উক্ত পণ্য গুলো আটক করে। পরে সেগুলো ধবংসের জন্য জয়পুরহাট ব্যাটালিয়নে জমা দেওয়া হয়।
এ ব্যপারে জানতে চাইলে জয়পুরহাট ৩ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর নাসির ইমাম রুমি বলেন, চোরাচালান প্রতিরোধে এরকম অভিযান আমাদের অব্যাহত থাকবে।